দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি। এ দিন পরিবারের সকলে মিলে বাজি ফাটান। সঙ্গে থাকে জমজমাট খাওয়াদাওয়াও। এর মধ্যে মিষ্টিমুখ তো থাকবেই। আর দিওয়ালিতে মিষ্টিমুখের কথা উঠলে লাড্ডু, কাজু বরফি এবং শনপাপড়ির কথা উঠে আসে। ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয় এই মিষ্টি। তাই দীপাবলির আগে থেকেই শনপাপড়ি ট্রেন্ড করতে শুরু করেছে। এই আবহে শনপাপড়ি বানানোর একটা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে মনু গুপ্তা ফিটনেস নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে শনপাপড়ি বানানোর গোটা পদ্ধতি ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, শনপাপড়ির মূল বেসটা একটি ইঁটের দেওয়ালে চিপকে দেওয়া হয়েছে। সেখানে সেটাকে নিয়ে কিছুক্ষণ টানাটানি করেন এক প্রৌঢ় তার পর তা একটি বড় কড়াইতে ফেলে দেন। সেখানে চারজন মিলে চাটুর মধ্যে শনপাপড়ির সেই মণ্ড নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টানতে থাকেন।