ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দেখতে চান ওয়াসিম আকরাম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১৯:২০

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়ে ভারত সরকার ও দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতিবাচক চিন্তা করছে বলে মনে হচ্ছে ওয়াসিম আকরামের। সাবেক এই পেস বোলিং গ্রেটের বিশ্বাস, পাকিস্তানে গেলে ভারতীয় ক্রিকেটারদের খুব ভালোভাবে দেখাশোনা করা হবে।


রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও সেখানে খেলতে যায়নি দলটি। পরে বাধ্য হয়ে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ভারতের ম্যাচগুলোসহ টুর্নামেন্টের শেষদিকের লড়াইগুলো হয় শ্রীলঙ্কায়।


আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় টুর্নামেন্টের পুরোটা পাকিস্তানেই আয়োজন করতে চায় পিসিবি। ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা; যা ভারতীয় সীমান্তের নিকটবর্তী এবং লজিস্টিক ও নিরাপত্তা বিষয়ক জটিলতা সেখানে কিছুটা কম হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us