সরকার অনুমোদিত হজ প্যাকেজের খরচ নিয়ে প্রশ্ন ওঠেছে। সরকার প্যাকেজের দাম কমানোর তথ্য দিলেও হজ এজেন্সির মালিকরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, খাবার খরচ ও আবাসন ব্যবস্থায় ফাঁক রেখে হজ প্যাকেজের খরচ কমার ঘোষণা দেওয়া হয়েছে। গতবারের প্যাকেজে খাবার খরচ অন্তর্ভুক্ত ছিল এবার তা প্যাকেজের বাইরে রাখা হয়েছে। আর গতবার হারেম শরীফের কাছাকাছি অবস্থান ছিল। এবার তা দূরে ব্যবস্থা করা হয়েছে। তবে বিমান খরচ কমানো হয়েছে বলে তারা জানিয়েছেন।
হজ এজেন্সির একজন মালিক দেশ রূপান্তরকে বলেন, আমার হিসাবে হজের খরচ কমেনি বরং বেড়েছে। গতবার যে প্যাকেজ ৫ লাখ ৭৯ হাজার টাকা ছিল তাতে বাড়ি ছিল দেড় কিলোমিটার দূরে। এই প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত ছিল। ওই একই প্যাকেজ খাবার খরচ ছাড়া এবার ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর সাথে খাবার খরচ ৪০ হাজার যোগ করলে প্যাকেজ খরচ দাঁড়ায় ৬ লাখ ১৫ হাজার ৬৮০ টাকা। তাহলে প্যাকেজের দাম কমেছে না বেড়েছে?