ঝিনাইদহ-২ আসন: রাশেদকে সহযোগিতায় বিএনপির নির্দেশ, নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১৫:২৪

স্বৈরাচার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মো. রাশেদ খান। এরইমধ্যে নুর-রাশেদের নেতৃত্বে নতুন দল হিসেবে অনুমোদন পেয়েছে গণঅধিকার পরিষদ। নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-২ সংসদীয় এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কাজে সহযোগিতা করতে বিএনপির হাইকমান্ড থেকে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা সভাপতি-সম্পাদককে নির্দেশ দিয়ে ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।


চিঠির একটি অনুলিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর শুরু হয় আলোচনার ঝড়। আলোচনা ওঠে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে পারেন গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। এতে দলের নেতা-কর্মীদের মধ্যেও চলছে মিশ্র প্রতিক্রিয়া।


তবে ঝিনাইদহের ছেলে রাশেদ খান বলছেন, চিঠি দিয়ে গণঅধিকারের কর্মসূচিতে সহযোগিতা দেওয়া রাজনৈতিক সহাবস্থানের একটি উত্তম দৃষ্টান্ত। তাছাড়া এটা বিএনপির একান্তই দলীয় সিদ্ধান্ত। আমরা আমাদের মতো লড়াই সংগ্রাম করে যাচ্ছি। জনগণ যদি চায় গণঅধিকার পরিষদকে নেতৃত্বের জায়গায় রাখতে সেটা জনগণের সিদ্ধান্ত। এটা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ দেখানোর কিছু নেই। আমরা দেশের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us