শখ করে পণ্য কিনতে গিয়ে প্রতারিত হলে মেজাজ ধরে রাখা সত্যিই কঠিন। এমনই এক প্রতারণার শিকার হয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন চীনের এক ব্যক্তি।
পুরোনো গাড়ি কেনা-বেচার পরিচিত প্ল্যাটফর্ম গুয়াজি থেকে এক লাখ এক হাজার ইউয়ান (১৪ হাজার মার্কিন ডলার) দিয়ে একটি ব্যবহৃত টেসলা মডেল থ্রি গাড়ি কিনেছিলেন চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উইফাংয়ের এক বাসিন্দা। তাঁর নাম নিশ্চিত হওয়া যায়নি।
গাড়িটি চালানো শুরু করার পরপরই ওই ব্যক্তি আবিষ্কার করেন যে বৈদ্যুতিক গাড়িটি আর চার্জ করা যাবে না। গাড়িতে এ নিয়ে সতর্কবার্তা দেখানো হচ্ছে। তাঁর সন্দেহ হয়, গাড়িটির ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে।