অ্যাপেলের লেগো মূলত গোপন বাটন

যুগান্তর প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৭

প্রযুক্তি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট আইফোন। প্রতি বছরই অ্যাপল আইফোনের নতুন সংস্করণ নিয়ে আসে। সবশেষ আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানিটি। অ্যাপলের ফোনের পোডাক্টের পেছনে রয়েছে অর্ধেক খাওয়া অ্যাপেলের লেগো; যা মূলত একটি গোপন বাটন।


এ বাটনটি দিয়ে আইফোনের বেশ কিছু কাজ করা যায়। এটি দিয়ে স্ক্রিনশর্ট নেওয়া, ভলিউম পরিবর্তন করা যায়। আইফোনে সংযুক্ত নতুন এই সুবিধাকে বলা হয় ব্যাক ট্যাপ। ২০২০ সালে রিলিজকৃত আইওএস ১৪ সফটওয়্যার ভার্সনের ফোনগুলোতে এ সুবিধা মিলবে।


বাটনটি যেভাবে ব্যবহার করবেন


প্রথমে এই ফিচারটি ব্যবহার আপনার ফোনটি আইওএস ১৪ ভার্সনের হতে হবে। তাহলে আপনি অনায়াসে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us