৫ ভবনের নির্মাণকাজ: ‘কমপ্রিহেনসিভে’ ভুগছে গৃহায়ণ কর্তৃপক্ষ

আজকের পত্রিকা প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩২

নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। সাধারণ মানুষকে ওই ৫ ভবনের ৫২০টি ফ্ল্যাট ইতিমধ্যে বরাদ্দ দিলেও নিজেদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তা বুঝিয়ে দিতে পারছে না সংস্থাটি। নির্মাতাপ্রতিষ্ঠানের সঙ্গে জাগৃকের চুক্তির মেয়াদের পরও পেরিয়ে গেছে ছয় বছরের বেশি সময়।


জাগৃক সরকারি আবাসন প্রকল্পে (স্বপ্ননগর দ্বিতীয় পর্যায়) মিরপুর ৯ নম্বর সেকশনে ১৫টি ১৪ তলা ভবন নির্মাণের কাজ হাতে নেয়। ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের এসব ভবনের কাজ শুরু হয় ২০১৭ সালে। এর মধ্যে কম্প্রিহেনসিভ হোল্ডিংসকে দেওয়া হয়েছিল প্রায় ২৫০ কোটি টাকার ৫টি ভবন তৈরির কাজ। এ প্রকল্পের সময় চার দফা বাড়িয়েও কাজ শেষ করতে পারছে না কম্প্রিহেনসিভ হোল্ডিংস। একটি বেসমেন্টসহ ৫টি ১৪ তলা ভবনে ৫২০টি ফ্ল্যাট ইতিমধ্যে সাধারণ মানুষকে বরাদ্দ দিয়েছে জাগৃক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা বুঝিয়ে দিতে পারছে না। এ বিষয়ে জাগৃকের পক্ষ থেকে ঠিকাদার কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেডকে কয়েকবার তাগাদাপত্র দেওয়া হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে জাগৃকের নির্বাহী প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. কায়সার ইবনে সাঈখ আজকের পত্রিকাকে বলেন, ‘৫টি ভবন নিয়ে কাজের একটু সমস্যা হচ্ছে। আমরা কম্প্রিহেনসিভ হোল্ডিংসকে চিঠি দিয়েছি। এরপরও কাজ না হলে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us