অর্থ উপদেষ্টা ও গভর্নরকে আইনি জটিলতায় ফেলে গেছে আ. লীগ সরকার

ডেইলি স্টার প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩১

বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ব্যয় করেও একটি আন্তর্জাতিক সালিশি দাবির নিষ্পত্তিতে ব্যর্থ হয়। যার ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আইনি জটিলতায় পড়েছে। এই ঘটনার জেরে গত সপ্তাহে ওয়াশিংটনে সরকারি সফরকালে অন্তর্বর্তী সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হঠাত করেই মার্কিন আদালতের বিচারিক আদেশ আসে।


তবে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগির আপিল আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে মার্কিন আদালতে ব্যাখ্যা দিতে যাওয়ার আদেশটি তুলে নেওয়া হয়েছে।


এই ঘটনার সূত্রপাত ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের সময়। ১৯৯৭ সালে মার্কিন বিদ্যুৎ প্রতিষ্ঠান স্মিথ কোজেনারেশনকে ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র চালুর অনুমোদন দিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে ব্যর্থ হওয়ায় দুই বছরের মাথায় পিডিবি সেই চুক্তি বাতিল করে এবং ওই প্রতিষ্ঠানের জমা দেওয়া দেড় লাখ ডলার বাজেয়াপ্ত করে।


১৯৯৯ সালের ১ মার্চ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) অধীনে যুক্তরাজ্যের এক আন্তর্জাতিক সালিশি আদালতে পিডিবি ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করে স্মিথ কোজেনারেশন। সেখানে তারা চুক্তি বাতিল হওয়ায় বাংলাদেশের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us