আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর থেকে গত কয়েক দিনে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জুলাই- আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে এই ছাত্রসংগঠনটির নেতাকর্মীদের ভূমিকার কারণে তাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ ঘোষিত হলেই কি কোনো সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে? আইনে কী রয়েছে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কী বলছেন?
সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, আইনানুযায়ী সংগঠন নিষিদ্ধ হোক বা না হোক সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে গ্রেপ্তার করা যাবে।
একই সাথে সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দিন থেকে যদি ওই সংগঠনের ব্যানারে কেউ কর্মকাণ্ড পরিচালনা করে তবে তাকে গ্রেপ্তার বা শাস্তির আওতায় আনা যাবে।