ভারতে বিমানে বোমা হামলার হুমকি যেন থামছেই না। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিমানসংস্থার কাছে পৌঁছে যাচ্ছে হুমকি বার্তা। মঙ্গলবার (২৯ অক্টোবর) নতুন করে এয়ার ইন্ডিয়ার ৩২টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে।
একের পর এক এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপও নিয়েছে মোদি সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সংবাদমাধ্যম বলছে, গত কয়েক সপ্তাহে ধারাবাহিক ভাবে আকাশপথে সেবাদানকারী ভারতীয় একাধিক বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। ডমেস্টিক ফ্লাইটগুলোতে তো বটেই, আন্তর্জাতিক ফ্লাইটেও ছড়াচ্ছে বোমাতঙ্ক।