সারা দুনিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আসছে ৫ নভেম্বর হবে ভোট। আগামী পাঁচ বছরের জন্য কে হবেন বিশ্ব নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের প্রধান? দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের শাসনামল পাবে আমেরিকানরা নাকি জাতিকে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উপহার দেবে ডেমোক্রেটরা? জানতে অপেক্ষায় সবাই।
কে কোনদিকে এগিয়ে আছেন সে নিয়ে আপাতত চলছে নানারকম বিচার বিশ্লেষণ। দুই প্রার্থীকে ঘিরে দুই ভাগে বিভক্ত এখন আমেরিকান তারকারাও। বলার অপেক্ষা রাখে না বরাবরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করেন দেশটির সেলিব্রিটিরা। তাদের সমর্থন জনমত গঠনে এবং ভোটারদের প্রভাবিত করতে গুরুত্ব ভূমিকা পালন করে। এবার সেলিব্রেটিদের সমর্থন পূর্বের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলছে বলে দাবি করা হচ্ছে।