ধর্ম বা সংখ্যা দিয়ে লঘু-গুরু নির্নয় নৈতিকতার সাথে না গেলেও চালিয়ে দেয়া হচ্ছে। প্রতিষ্ঠিতও করে ফেলা হয়েছে। যাদের জন্য এটা অবমাননাকর তাদের মধ্যেও ধর্ম দিয়ে সংখ্যালঘু নামে পরিচিত হওয়ার বেশ প্রবনতা। তাদের একটি অংশ আট মন্ত্রে মাঠে নেমেছে ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ‘ নামে।
মন্ত্র তথা দাবিগুলোর মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনের বিচার, সংখ্যালঘু কমিশন সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি মধ্যে অন্যতম। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ ও হোস্টেলে প্রার্থনা রুম, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়নের দাবিও ছিল সেখানে।