ছাত্রলীগ নিষিদ্ধ করার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হতে পারে বলে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনসহ রাজনৈতিক কয়েকটি পক্ষ এ দাবিতে সরব, মাঠেও নেমেছে। এর মধ্যে আওয়ামী লীগসহ ১১টি দলের কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে গত সোমবার হাইকোর্টে রিটে করেন ছাত্র-আন্দোলনের নেতারা। এতে দল নিষিদ্ধের আলোচনা আরও জোর পায়।
কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই বদলে গেল এ নিয়ে আইন-আদালত করার উদ্যোগ। গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট প্রত্যাহারের কথা জানান আবেদনকারীদের আইনজীবী। এরপর আদালত রিট আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
এই অবস্থায় সূত্র বলছে, আওয়ামী লীগকে কর্মসূচি পালনের ক্ষেত্রে বাধা দেওয়ার সিদ্ধান্ত হলেও সেখান থেকে হয়তো আপাতত সরে এসেছে সরকার। আওয়ামী লীগের মতো বৃহৎ একটি দলকে নিষিদ্ধ করা হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তা মোকাবিলা করা নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছে শুরু থেকেই। সব দিক বিবেচনায় রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে সরকার দোটানায় রয়েছে।