ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ দেখানো হবে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে।
দেশটিতে ‘তুফান’ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর; সিনেমাটি ঊর্দু ভাষায় পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে এরিমধ্যে ছাড়পত্র পেয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন গ্লিটজকে বলেছেন প্রথম সপ্তাহে ৪৩টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে।
এছাড়া করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ পাকিস্তানের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহেও 'তুফান' চলবে।
“সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে, পরে হলের সংখ্যা আরও বাড়তে পারে”, বলেন শৌখিন।