রিজার্ভ থেকে ডলার বিক্রি নিয়ে চলছে লুকোচুরি। বাংলাদেশ ব্যাংক এই লুকোচুরি খেলছে। কারণ, নাজুক পরিস্থিতি বিবেচনায় রিজার্ভ থেকে নতুন করে আর ডলার বিক্রি না করার ঘোষণা ছিল বাংলাদেশ ব্যাংকের। গত আগস্টের মাঝামাঝি সময় এমন ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তবে শেষ পর্যন্ত গভর্নরের এই ঘোষণা বাস্তবে কার্যকর হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষণার মাসেই রিজার্ভ থেকে বিক্রি করতে হয়েছে ডলার; যা অক্টোবর মাসেও রয়েছে অব্যাহত।
তবু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তারা রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না। বাস্তবতা হলো, আগস্ট ও সেপ্টেম্বরেই বাংলাদেশ ব্যাংক প্রায় দেড় শ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্য দিয়ে সার্বিকভাবে চলতি অর্থবছরের এখন পর্যন্ত রিজার্ভ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার বিক্রি হয়ে গেছে। বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার খোরাক জোগাচ্ছে।