ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি—এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড় নিয়ে প্রশ্নটা ছিল এ রকমই। বাজিকরদের ফেবারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। কিন্তু তাঁকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো আর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জেতা রদ্রি।
সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই যে ব্যালন ডি’অর উঠছে, এটা অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই তারা প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কট করেছে। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।