বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
জাগো নিউজকে মুশফিকুল ফজল আনসারী জানান, রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব নেওয়ার আগে শেষ কর্মদিবসে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি সাংবাদিক মুশফিকুল ফজলকে (আনসারি) অন্তর্বতী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এরই মধ্যে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।