প্রতি বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। সেই ধারায় ২০২৫ সালের ১ জানুয়ারিতে আসন্ন শিক্ষাবর্ষের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য বই ছাপাতে সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে সরকারকে।
ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা ও মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার থেকে মুদ্রণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, সব ক্লাসের বইয়ের সংশোধন এখনো শেষ হয়নি।
এর আগের বছরগুলোতে সাধারণত বছরের এই সময়ের মধ্যে প্রায় ৫০ শতাংশ পাঠ্যবই ছাপা হয়ে যেতো। মুদ্রণ কাজ দেরিতে শুরু হওয়ায় বছরের শেষ নাগাদ চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য ৪০ কোটি কপি বইয়ের সময়মত মুদ্রণ শেষ হওয়া নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
২০১০ সাল থেকে সরকার প্রতি শিক্ষাবর্ষের শুরুর দিনেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে আসছে।
এনসিটিবি কর্মকর্তাদের মতে, এই দেরির বড় কারণ হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।