চারদিকে ফিসফাস শোনা যাচ্ছে, ট্রাম্প আসছেন, ট্রাম্প আসছেন! রিপাবলিকান সমর্থকেরা সে কথা ভেবে হাততালি দিচ্ছেন বটে, কিন্তু বাকি সবাই ভয়ে অস্থির। ট্রাম্প ঘোষণা করেছেন, যেসব রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, এমনকি পত্রপত্রিকা ও টিভি তাঁকে ‘শাস্তি’ দিতে কলকবজা নেড়েছে, তাদের প্রত্যেককে তিনি দেখে ছাড়বেন। এ তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ছাড়াও দুই দলেরই সেসব সিনেটর ও কংগ্রেস সদস্য রয়েছেন, যাঁরা তাঁর অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন।
নিউইয়র্ক টাইমস ও এনবিসি টিভির নাম আলাদা করে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, ‘দাঁড়াও, দেখো তোমাদের কী অবস্থা করি।’ এ কাজে তিনি দেশের বিচার বিভাগকে ব্যবহার করবেন, এমন ইঙ্গিতও করেছেন।
আরও ভয়ের কথা, ট্রাম্প জানিয়েছেন তাঁর বিরুদ্ধে সব ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ দমনে তিনি প্রয়োজনে ন্যাশনাল গার্ড, এমনকি সেনাবাহিনী পর্যন্ত ব্যবহার করবেন। প্রায় সোয়া কোটি অবৈধ অভিবাসীদের তিনি জোর করে, সামরিক শক্তি ব্যবহার করে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশাল ‘কনসেনট্রেশন ক্যাম্প’ নির্মাণের পরিকল্পনা তাঁর রয়েছে।