প্রবল গণআন্দোলনে শেখ হাসিনার পতনের পর জনরোষে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া তার সরকারি বাসভবন ‘গণভবন’কে দ্রুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের প্রায় তিন মাস পর গণভবন পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট।
প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।