চুলের যত্নে নারকেল তেল বহুল ব্যবহৃত এক উপাদান। চুলের পুষ্টি জোগাতে, চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলের ঔজ্জ্বল্য বাড়াতে নারকেল তেল দারুণ কার্যকর। শীত আসছে। এ সময়কার রুক্ষতা আর শুষ্কতাকে সামলাতে নারকেল তেলই হতে পারে সেরা সমাধান। আরও উপকার পেতে নারকেল তেলের সঙ্গে অন্যান্য তেল মিশিয়ে ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়। কিন্তু ঘি? চুলের আর্দ্রতার জন্য তেলের বিকল্প হিসেবে কি ঘি ব্যবহার করা যায়? আদতে কি চুলের কোনো উপকারে আসে ঘি?
চুলে সরাসরি প্রয়োগ করার জন্য তেলই ভালো। ঘি তেলের চেয়ে বেশি ‘তৈলাক্ত’ উপাদান হলেও চুলের জন্য এটি ঠিক ভালো ‘তেল’ নয়। চুলে ঘি প্রয়োগ করলে তা আর্দ্রতা ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করলেও অতিরিক্ত চিটচিটে হয়ে পড়ার কারণে স্বাভাবিক প্রাণবন্ত ভাবটি হারিয়ে যাবে।