সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সরকার ঘোষিত ২ মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পথে। কিন্তু এতে ‘আশানুরূপ সাড়া দেননি’ বাংলাদেশিরা।
গত পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত বিনা জেল জরিমানায় দেশত্যাগ কিংবা আমিরাতে তাদের অবস্থান বৈধকরণের জন্য এ সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
এ ঘোষণায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বাংলাদেশি তাদের অবস্থান বৈধ করেছেন বলে জানান আবুধাবি দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজরা সাব্বির হোসেন। তবে যারা দূতাবাস, কনস্যুলেট, ইমিগ্রেশন সেন্টার, তাসহিল বা আমের সেন্টারে সাধারণ ক্ষমার সুযোগ নিতে এসেছেন, তাদের ৯৫ শতাংশই বৈধ হতে আগ্রহ দেখিয়েছেন, বাকি ৫ শতাংশ দেশে ফিরতে চান।
হাজরা সাব্বির হোসেন বলেন, “সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা ১০-১১ লাখ। এর মধ্যে বৈধ অভিবাসী যদি ধরা হয় ৮ লাখ, তাহলে বাকি আড়াই থেকে ৩ লাখ অভিবাসীর হিসাব গেল কোথায়? এর একটি বড় অংশ এদেশে অবৈধই রয়ে গেছেন।”
অথচ সরকার ও দূতাবাস ‘সক্রিয়’ ছিল বলে দাবি করেন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর সাইফুল ইসলাম।