কার্যক্রম স্বাভাবিক হয়নি, নথি-আলামত ধ্বংসে থমকে গেছে তদন্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় ৫০টি থানা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ ও ৬ আগস্ট ২১টি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি থানা। ফলে থানায় থাকা অনেক নথি ও আলামত ধ্বংস হয়ে গেছে।

শুধু তাই নয়, থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, সেগুলোর বেশির ভাগ এখানো উদ্ধার হয়নি। যদিও কার্যক্রম স্বাভাবিক করতে চেষ্টা করছে পুলিশ। 


ডিএমপি সূত্র জানায়, হামলা ও অগ্নিকাণ্ডের শিকার ২১ থানার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যাত্রাবাড়ী, ভাটারা, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, শ্যামপুর, খিলগাঁও, আদাবর, পল্টন, শেরেবাংলানগর, তেজগাঁও শিল্পাঞ্চল, ওয়ারী ও খিলক্ষেত থানার। অন্য থানাগুলোরও যে ক্ষয়ক্ষতি হয়েছে তা-ও এখনো পূরণ করা যায়নি।

তিন মাস পার হতে চললেও সব থানায় কার্যক্রম স্বাভাবিক হয়নি। এখনো পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক কাটেনি। নথি-আলামত পুড়ে যাওয়ায় থমকে গেছে মামলার তদন্তকাজ। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us