নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার সম্প্রতি আমদানি পর্যায়ে চিনি, সয়াবিন তেল, পাম তেল ও ডিমের শুল্কহার কমিয়েছে। তবে নতুন শুল্কহারে এখনো খুব বেশি পণ্য আমদানি হয়নি। এ কারণে বাজারে এসব পণ্যের দামে খুব বেশি প্রভাব পড়েনি বলে জানান ব্যবসায়ীরা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, শুল্কহার কমানোর পর বাজারে চিনি, সয়াবিন তেল, পাম তেলের দাম কেজিপ্রতি এক থেকে দুই শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে ডিমের দাম কমেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, শুল্কহার কমানোর পর গত শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন শুল্ক স্টেশন থেকে সব মিলিয়ে প্রায় ৭০ হাজার টন পণ্য খালাস হয়েছে, যার বেশির ভাগই পাম তেল। অপরিশোধিত চিনির কোনো চালান খালাস হয়নি। সয়াবিন তেলের চালানও খালাস হয়নি। এ সময়ের মধ্যে ডিমের একটি চালান খালাস হয়েছে।