২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে, তা নিয়েও শুরু হয় তর্কবিতর্ক।
শিল্পী মাওরিজিও কাতেলানের ‘কমেডিয়ান’ নামের ভাইরাল সৃষ্টিটি শেষ পর্যন্ত ভালো একটি বিনিয়োগ হিসেবেই পরিচিতি পেতে যাচ্ছে। গত শুক্রবার নিলাম প্রতিষ্ঠান সেথেবি’স ঘোষণা করেছে, শিল্পকর্মটির তিনটি সংস্করণের একটি আবারও বিক্রির জন্য তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার এর দাম উঠবে ১০ লাখ থেকে ১৫ লাখ ডলার। এমন দামই হাঁকাবে নিলামকারী প্রতিষ্ঠানও।
নিলামে বিজয়ী তার এই বিপুল অর্থ খরচের বিনিময়ে পাবেন ডাক্ট টেপের একটি রোল এবং একটি কলা। এর সঙ্গে পাবেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে একটি প্রশংসাপত্র এবং কীভাবে কলাটি আটকতে হবে সেটির লিখিত পরামর্শ। সথেবি’স সিএনএনকে নিশ্চিত করেছে, টেপ কিংবা কলা কোনোটিই আসলটি নয়।