চুলের যত্নে নারকেল তেল না অলিভ অয়েল?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ১২:৫৮

চুল লালচে হয়ে যায় কখনো ঝরে যায়। এমন সমস্যায় অনেকেই ভোগেন। এছাড়া রুক্ষ সমস্যা তো আছেই? মা-দাদীরা শুনলেই বলবেন- এসব তেল না মাখার ফল। ভালো করে মাথায় তেল দিলেই সব ঠিক হয়ে যাবে।


চুলের জন্য নারকেল তেল না অলিভ অয়েল— কোনটি ব্যবহার করবেন? 


নারকেলের শাঁস থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় নারকেল তেল। চুলের যত্নে এই তেলের ব্যবহার বহু প্রাচীন। নারকেল তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এতে রয়েছে লরিক অ্যাসিড, যা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ প্রতিহত করতে তা কার্যকর। এ ছাড়াও তেলটিকে চুল সহজে শোষণ করে নিতে পারে।


আর জলপাই থেকে এই তেল তৈরি হয়। নারকেল তেলের মতো রান্নাতেও অলিভ অয়েল ব্যবহৃত হয়। ত্বক থেকে চুলের যত্নে অলিভ অয়েল বিশেষ কার্যকর। ২০১৫ সালে 'পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স' (পিএলওএস) নামে একটি জার্নালে প্রকাশিত এই সংক্রান্ত গবেষণা বলছে, চুলের বৃদ্ধিতে অলিভ অয়েলের ভূমিকা রয়েছে। যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি বা একাধিক গবেষণা হয়নি। তবু বহুদিন ধরে তেলটির ব্যবহার হয়ে আসছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us