পৃথিবীর প্রতিটি পরতেই লুকিয়ে আছে হাজারো রহস্য। যার বেশিরভাগই এখনো সমাধান করতে পারেননি বিজ্ঞানীরা। বিশেষ করে সমুদ্র নিয়ে আগ্রহের শেষ নেই। বিজ্ঞানী বা গবেষকরা তো বটেই সাধারণ মানুষও মাঝে মাঝে সমুদ্রের নানান রহস্যের সম্মুখীন হয়েছেন।
তেমনই এক রহস্যের সাক্ষী হয়েছিলেন হিরোইউকি আরাকাওয়া নামের জাপানের একজন পুরোহিত। সেই সঙ্গে তিনি একজন প্রশিক্ষিত ডুবুরি। তিনি জাপানের তাতেয়ামা উপসাগরে একটি ডুবন্ত উপসানালয় বা মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন। ৩০ বছরের বেশি সময় তিনি প্রতিদিন পানির নিচে গিয়ে সেই মন্দিরে ঘণ্টা বাজাতেন।
এর মধ্যেই তার সঙ্গে একটি মাছের পরিচয় হয়। সেই মাছটি প্রথম প্রথম খুব স্বাভাবিক আর দশটা মাছের মতোই ছিল। হিরোইউকি যখন মন্দিরে যেতেন মাছটি তার সঙ্গে প্রতিদিনই দেখা করতে আসত। বেশ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের। হিরোইউকি মাছটির নাম দেন ইয়োরিকো। নাম ধরে ডাকলেই হাজির হয়ে যেত সে।