অনেকটা সময় বাইরে রোদে ঘোরাঘুরি করার ফলে দূষণে ত্বক নির্জীব আর মলিন হয়ে পড়ে। তাই ত্বকের প্রয়োজন বাড়তি যত্নের। শুধু মেকআপ করে সমস্যার সমাধান করা যাবে না। ত্বকের ভেতর থেকে সমস্যা দূর করতে হবে।
অনেকে ত্বকের যত্নে নিয়মিত ফেসিয়াল করেন। পার্লারগুলোতে ফেসিয়াল করতে হলে গুনতে হয় অনেক টাকা। আবার ব্যস্ততার কারণে ফেসিয়াল করতে পার্লারে যাওয়া হয় না অনেকের। তাই ঘরেই ফেসিয়াল করতে পারেন।
ধাপে ধাপে, সঠিক উপায় ও উপকরণে ফেসিয়ালের টিপস জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী আফরিন মৌসুমি, লিখেছেন ফারিয়া এজাজ
১. ক্লিনজিং : সব ধরনের ত্বকের জন্য টক দই খুব ভালো একটি ক্লিনজার। টক দই একটি পাত্রে ভালো করে ফেটিয়ে, সঙ্গে কর্পূর মিশিয়ে ত্বকে ক্লিনজারের মতো ম্যাসাজ করে ভালোভাবে মুখ ধুয়ে নিন।
২. হট স্টিমিং : তৈলাক্ত ত্বক এবং যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তাদের ত্বকে হট স্টিম ভালো কাজ করে। শুষ্ক ত্বকে কখনোই হট স্টিম ব্যবহার করা যাবে না।
৩. স্ক্রাবিং : স্ক্রাব হিসেবে চালের গুঁড়া বেশ উপকারী।