বিপুল মুসলিম সংখ্যাগরিষ্ঠতার বর্তমান বাংলাদেশে ইসলামি রাজনৈতিক দল ও সংগঠনের অভাব নেই। তবে সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন এবং রাজনৈতিক সক্রিয়তা ও প্রভাবের ক্ষেত্রে উল্লেখ করার মতো ধর্মীয় দলের সংখ্যা নগণ্য। দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত ইসলামি দলের সংখ্যা ১১। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, মূলত ব্যক্তিকেন্দ্রিক ধর্মভিত্তিক দলগুলোর তৎপরতা নির্বাচনের মৌসুমেই সীমাবদ্ধ। গত দুটি সাধারণ নির্বাচনের সময় সামনে আসা এসব দলের বেশ কয়েকটির নেতা ও কার্যালয়ের খোঁজ করতে গিয়ে এ প্রতিবেদককে সম্প্রতি নিরাশ হতে হয়েছে।
২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় ৫০টির বেশি ইসলামপন্থী দল বিভিন্নভাবে সক্রিয় হয়েছিল। পর্যবেক্ষকেরা মনে করেন, এদের অধিকাংশই আর্থিকসহ নানান সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ সরকারের কার্যত একতরফা ভোটকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।
গত দুই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৎপর হওয়া ইসলামপন্থী দলগুলোর বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, এদের অধিকাংশেরই কেন্দ্রীয় কার্যালয় নেই। নেই উল্লেখযোগ্য কর্মসূচি। অনেকের কেন্দ্রীয় কমিটিও নেই। সাধারণত কিছু একক নেতার ওপর নির্ভরশীল দলগুলো। বছরের অন্য সময়ে কার্যক্রম না থাকলেও ভোটের আগে সুবিধা পেতে তৎপর হয়েছে।