বিনা পরীক্ষায় পাস ও দেশের সর্বনাশ!

কালের কণ্ঠ রেজাউর রহমান প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৬

আপনি কি এমন কোনো পেশায় নিয়োজিত হতে চান, যার সঙ্গে জনগণের স্বার্থ বা ভালোমন্দ, এমনকি জীবন-মৃত্যুর সম্পর্ক আছে? তাহলে আপনাকে সেই পেশার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, হাতে-কলমে শিক্ষানবিশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করতে হবে, পেশাগত ছাড়পত্র বা লাইসেন্স অর্জনের পরীক্ষায় সফল হতে হবে, আর শুধু তখনই আপনি সেই পেশায় কাজ করতে পারবেন।


কল্পনা করুন, আরো শত শত যাত্রীর সঙ্গে আপনি বাংলাদেশ বিমানে আরোহণ করেছেন, একটু পরেই বিমান আকাশে উড়বে, এমন সময় বাংলাদেশের খুবই প্রতাপশালী এক রাজনীতিবিদ বিমানের প্রথম শ্রেণি থেকে উঠে এসে বললেন, তাঁর খুব ইচ্ছা তিনিই বিমানটি চালাবেন। কারণ অনেক আগে তিনি কিছুদিন বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন, তবে লাইসেন্স নেওয়ার পরীক্ষাটি আর দেওয়া হয়নি। তিনি আপনাদের হাত তুলে তাঁকে সমর্থন করার জন্য আহ্বান জানালেন, আপনারা কি সানন্দে তাঁকে সমর্থন করবেন, না ভয়ে চিৎকার করে উঠবেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us