মনে করুন, সারা দিনের খাটা-খাটনির পর ঘরে ফিরে ফ্রেশ-ট্রেশ হয়ে ছেলেমেয়ে ও তাদের মা’র সঙ্গে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে টিভি দেখতে বসেছেন। টিভিতে আপনাদের প্রিয় একটি ড্রামা সিরিয়াল দেখাচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ধারাবাহিক নাটক। এটা সচরাচর আপনারা ‘মিস্’ করেন না।
সবাই ড্রয়িং রুমে আরাম করে বসে নাটকটি আপনারা তারিয়ে তারিয়ে দেখেন গল্পগুজব করতে করতে। মধ্যবিত্ত পরিবারের সীমিত সংখ্যক বিনোদন অনুষ্ঠানের মধ্যে এটিও একটি। আর ধারাবাহিকটি যদি হয় হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ বা ওই রকম কিছু, তাহলে তো আর কথাই নেই। যত ব্যস্ততাই থাকুক পরিবারের সবার ওটা দেখা চাই-ই চাই।