কখনও কি লক্ষ্য করেছেন, আপনার স্মার্টফোন বা কম্পিউটার কিছুক্ষণ ব্যবহার করার পর কেন গরম হয়ে যায়?
এর কারণ হল, ইলেকট্রনিক ডিভাইসের প্রক্রিয়া ও স্টোরেজ ডেটার মধ্যে যেসব ইলেক্ট্রন ছোটাছুটি করে, তা থেকে তাপ উৎপন্ন হয়ে থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো উন্নত প্রযুক্তির উত্থানে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আকারে ছোট ও আরও শক্তিশালী হয়ে উঠছে, যার ফলে এই অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা আরও বাজে দিকে যাচ্ছে।
এ সমস্যা ঠেকাতে গবেষকরা নতুন এক পদ্ধতি খতিয়ে দেখছেন, যেখানে তারা ইলেক্ট্রনের প্রবাহের ওপর নির্ভর না করে বরং এদের ‘ঘূর্ণন তরঙ্গ’ ব্যবহার করে তথ্য আদান প্রদান করেছে।
ঘুর্ণন তরঙ্গ ডেটা পাঠানোর ক্ষেত্রে কোনো চৌম্বকীয় পদার্থে থাকা ইলেক্ট্রন ঘূর্ণনের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করে, যা অতিরিক্ত তাপ এড়ানোর বেলাতেও সহায়ক, এগুলো থেকে তেমন তাপ উৎপন্ন হয় না।