ইউরোপা লিগে বড় জয় পেয়েছে চেলসি। অন্যদিকে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।
বৃহস্পতিবার রাতে গ্রিসের ক্লাব পানাথিনাইকোসের মাঠে ৪-১ গোলের জয় পেয়েছে চেলসি। জোড়া গোল করেন হোয়াও ফেলিক্স।
ম্যাচের ২২ মিনিটে ফেলিক্সের গোলে এগিয়ে যায় চেলসি। ৪৮ মিনিটে মুদ্রিক ব্যবধান দ্বিগুণ করেন। ৫৫ মিনিটে ফেলিক্স করেন নিজের দ্বিতীয় গোল। এর চার মিনিট পর পেনাল্টি থেকে ৪-০ করেন এনকুকু।