বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মাসেরও বেশি সময় ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। ভারত সরকারের তত্ত্বাবধানে এ ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় অনলাইন সংবাদপত্র দ্য প্রিন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতে মন্ত্রী, জ্যেষ্ঠ সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য লুটিয়েন্সে যে বাংলোগুলো বরাদ্দ করা হয়, মর্যাদা রক্ষার্থে শেখ হাসিনাকে সে ধরনের পূর্ণ আকারের বাংলোই দেওয়া হয়েছে।
তবে গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে দ্য প্রিন্ট সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করেনি। লুটিয়েন্স দিল্লি একটি উচ্চ সুরক্ষিত এলাকা, যেখানে অনেক সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাড়ি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সূত্র নিশ্চিত করেছে, সঠিক প্রটোকল মেনে, শেখ হাসিনা মাঝে মাঝে লোধি গার্ডেনে হাঁটাহাঁটিও করেন। ওই সূত্র বলেছে, ‘তার জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।