কৃষক যেন সরাসরি নিজে কৃষি পণ্য বিক্রি করতে পারে, সেজন্য প্রত্যেক বাজারের সমান্তরালে কৃষি বাজার চালুর কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়) এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, “প্রস্তাব এসেছে যে একটা বিকল্প কৃষি বাজার কীভাবে করা যায়, প্রত্যেকটা বাজারের পাশাপাশি প্যারালাল একটা কৃষি বাজার তৈরি করা, যেখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করবে, যাতে সিন্ডিকেটের দৌরাত্ম বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা যায়।”