বার্সেলোনার জন্য বায়ার্ন মিউনিখ যেন হয়ে উঠেছিল অজেয় প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগে প্রায় সাড়ে ৯ বছর ধরে তাদের বিপক্ষে জিততে পারছিল না কাতালান ক্লাবটি। এবার ব্যর্থতার বলয় ভেঙে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়কে সমর্থকদের জন্য প্রতিশোধ হিসেবে দেখছেন জয়ের নায়ক রাফিনিয়া।
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের স্বাদ পায় তারা।
জার্মান জায়ান্টদের বিপক্ষে বার্সেলোনার সবশেষ জয়টি ছিল ২০১৫ সালের মে মাসে, কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে। প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে ১৪ ম্যাচে বার্সেলোনার তৃতীয় জয় এটি, হার ১০টি, বাকি একটি ড্র।