কী-বোর্ডে বর্ণগুলো এলোমেলো থাকে কেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৪:৩৫

নিশ্চয়ই কমবেশি সবাই জানেন ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের কী-বোর্ডের বর্ণগুলো বইয়ের মতো সাজানো থাকে না। একদম যারা নতুন তাদের কী-বোর্ড ব্যবহারের সময় একটু অসুবিধা হয় বটে। কিন্তু যারা নতুন তাদের অভ্যাস হয়ে গেছে কিছুদিনেই। কিন্তু জানেন কি, কেন কী-বোর্ডের বর্ণগুলোকে পরপর না সাজিয়ে এলোমেলো করে সাজানো হয়েছে?


ল্যাপটপ, কম্পিউটার হোক বা মোবাইল ফোন। যে কোনো কী বোর্ডের দিকে তাকালেই দেখা যাবে সেখানে এ বি পরপর লেখা নেই। ভেবে দেখেছেন কী বোর্ডে এ,বি,সি,ডি পর পর লেখা থাকে না কেন?


কীবোর্ডে ব্যবহৃত কোয়ার্টি ফরম্যাট বহু দশক ধরে ব্যবহৃত হচ্ছে। এর জন্ম কম্পিউটারের জন্মের অনেক আগে টাইপরাইটারের যুগে। বর্তমানে কীবোর্ডে ব্যবহৃত ফরম্যাটকে বলা হয় কোয়ার্টি ফরম্যাট। প্রতিটি কি বোর্ডেই লেখা থাকে ইংরাজি বর্ণমালার অক্ষর। কিন্তু এই বিশেষ ফরম্যাট মেনে বর্ণগুলো পরপর লেখা থাকে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us