কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ করেছে। বাজারে প্রায় প্রতিটি পণ্যের ক্রমবর্ধমান দাম অন্তর্বর্তীকালীন সরকারের মাথাব্যথা কারণ হয়ে ওঠায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই হার বাড়ানো হলো।
আগস্টে আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগগুলো নিয়েছেন তার মধ্যে একটি এটি। এর ফলে, বাংলাদেশে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো রাতারাতি নীতি সুদহার মূল্যস্ফীতির হারকে ছাড়িয়ে গেছে।
আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নেওয়ার পর তৃতীয়বারের মতো নীতি সুদহার বাড়ানো হয়েছে। এমনকি গভর্নরের দায়িত্ব নেওয়ার আগে তিনি বলেছিলেন, কার্যকরভাবে অর্থের প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করতে নীতি সুদহার দুই অংকের ঘরে নিতে হবে।