চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জিতেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম হ্যাটট্রিক ভিনির। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক পাওয়া ১০৪তম খেলোয়াড় এই ব্রাজিলিয়ান তারকা। এর মধ্য দিয়ে বার্সেলোনাকে একটি জায়গায় পেছনে ফেলল রিয়াল। সেটি চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের হিসাবে।
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতের আগ পর্যন্ত হ্যাটট্রিকসংখ্যায় সমান অবস্থানে ছিল রিয়াল ও বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পার্থক্য টেনে দেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হ্যাটট্রিকসংখ্যা এখন সর্বোচ্চ ১৫টি। বার্সার হ্যাটট্রিকসংখ্যা ১৪টি। রিয়ালের মোট ৬ খেলোয়াড় মিলে ১৫টি হ্যাটট্রিক করেছেন, বার্সার ৭ জন। ১২টি হ্যাটট্রিক নিয়ে তিনে বায়ার্ন মিউনিখ। বার্সার মতো জার্মান ক্লাবটিরও ৭ খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।