সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৯ ওভারে ১৯৫/৬
চাপের মুখে মিরাজের ফিফটি
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এক ধাপ প্রমোশন পেয়ে পাকাপাকিভাবে সাত নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয়বার সুযোগ কাজে লাগালেন স্পিন অলরাউন্ডার।
চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে চলতি টেস্টে বাংলাদেশের প্রথম ফিফটি করলেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারের নবম পঞ্চাশ ছুঁতে ৯৪ বলে ৭ চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি।
৫৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৫ রান। ৬০ বলে ২৯ রানে অপরাজিত জাকের আলি। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ৮৩ রান।
মিরাজ-জাকের জুটির পঞ্চাশ
চাপের মুখে লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
মিরাজ ৬৮ বলে ৪১ ও জাকের ৪২ বলে ২১ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৬৪ রান।
আগের সেরা জুটি ছিল ৫০ রানের। ২০১৭ সালে ব্লুমফন্টেইন টেস্টে গড়েছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম।
৫২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৬ রানে পিছিয়ে তারা।