ইরানের চর সন্দেহে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানের হয়ে ইসরায়েলের এক পরমাণুবিজ্ঞানীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি পুলিশ দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় গত সেপ্টেম্বর মাসে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত সবাই পূর্ব জেরুসালেমের বাইত সাফাফার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গ্রেপ্তার একজনের নাম রামি আলইয়ান।
পুলিশ জানিয়েছে, প্রথমে রামি আলইয়ান একাই ইরানিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে তিনি বাকি ছয়জনকে নিয়োগ করেন মিশন পরিচালনার জন্য। রামি আলইয়ান ইসরায়েলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র কার্যক্রম’ পরিচালনা রার কথা স্বীকার করেছেন। আলইয়ান স্বীকার করেছেন এবং নিশ্চিত করেছেন যে, তাঁর উদ্দেশ্য জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত ছিল। তিনি বিশ্বাস করতেন, ইরানিদের সঙ্গে যোগাযোগ তাঁকে আরব সমাজে প্রভাব বাড়াতে সাহায্য করবে।