ঘুষ নেওয়ার দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৯:২৫

পেরুর একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন। ব্রাজিলের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে এ সাজা দেওয়া হয়েছে তাকে। উচ্চ আদালত প্রসিকিউশনের সুপারিশকৃত কারাদণ্ডের মেয়াদ গ্রহণ করে টলেডোর উপস্থিতিতে শুনানিতে স্থানীয় সময় সোমবার এ রায় ঘোষণা করেন।


৭৮ বছর বয়সী টলেডো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর নেতৃত্ব দেন।

তিনি ওদেব্রেখটের কাছ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ পাওয়ার জন্য যোগসাজশ ও অর্থপাচারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেটসহ মার্কিন প্রশিক্ষিত অর্থনীতিবিদ টলেডো নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী সাংবাদিকদের বলেছেন।


আদালতে টলেডো তার ক্যান্সার ও হার্টের সমস্যা রয়েছে উল্লেখ করে গত সপ্তাহে এক শুনানিতে বলেছিলেন, ‘আমি একটি প্রাইভেট ক্লিনিকে যেতে চাই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us