বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নাম লেখালেন পেশাদার টেনিসে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৮:৫৭

২০১৯ সালে ৪৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলান। যিনি ২০১০ বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন। ক্লাব ফুটবলে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও ইন্টার মিলানে। ফুটবল ছাড়ার পর এবার আরেকটি ভিন্ন ইভেন্ট পেশাদার টেনিসে অভিষেক হতে যাচ্ছে উরুগুইয়ান গ্রেট ফোরলানের।


আগামী মাসে তার নিজের দেশ উরুগুয়েতে বসবে ওপেন টেনিস টুর্নামেন্ট (এটিপি)। যেখানে দ্বৈত (ডাবলস) ক্যাটাগরিতে অভিষেক ম্যাচ খেলবেন ফোরলান। তার দলের অপর সদস্য আর্জেন্টিনার ফেদেরিকো কোরিয়া। এর আগে অবশ্য ফোরলান ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও, তরুণ বয়সে তিনি প্রতিভাবান টেনিস খেলোয়াড় ছিলেন। মাঝে ফুটবলকে সময় দেওয়ার পর টেনিসের ওয়াইল্ড কার্ড নিয়ে এবার খেলবেন দ্বিতীয় শ্রেণির চ্যালেঞ্জার ট্যুর এটিপি টুর্নামেন্টে।


ফোরলানের সতীর্থ কোরিয়া সিঙ্গেল ক্যাটাগরির টেনিস খেলোয়াড়দের মধ্যে বিশ্বে ১০১তম। ২০২৩ সালে নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ৪৩তমও হয়েছিলেন এই আর্জেন্টাইন। তাকে সঙ্গে নিয়েই ফোরলান ভিন্ন ইভেন্টে নিজের নতুন ক্যারিয়ার গড়তে চাচ্ছেন। আগামী ১২ নভেম্বর থেকে এটিপি টুর্নামেন্টটি শুরু হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us