সীমিত বিজ্ঞাপনসহ প্রিমিয়াম লাইটের নতুন সংস্করণের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, জার্মানি ও থাইল্যান্ডে এ পরীক্ষা চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন গুগলের একজন প্রতিনিধি। এর আগে চলতি সপ্তাহে এ-সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনগ্যাজেট।
জানা গেছে, নতুন এ সংস্করণে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে, যেখানে অধিকাংশ ভিডিও বিজ্ঞাপনমুক্ত হবে। তবে মিউজিক কনটেন্ট ও শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখা যেতে পারে। এছাড়া সার্চ বা ব্রাউজ করার সময়ও ‘নন-ইন্টারাপ্টিভ’ বিজ্ঞাপন প্রদর্শন করা হবে।