নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার জরুরি

বিডি নিউজ ২৪ আমিনুল ইসলাম সুজন প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১০:২৬

প্রতিবারের মতো এবারও ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে— ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। এ প্রতিপাদ্যে ২০১৮ সালে সংগঠিত ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনের উদ্দেশ্যকে উপজীব্য করা হয়েছে। ২০০৯ হতে ২০১৮ সাল পর্যন্ত সময়কালে দেশে সবচাইতে বড় অরাজনৈতিক আন্দোলন হিসাবে ব্যাপকতা লাভ করে ওই আন্দোলনটি। ২০২৪ সালের জুলাই-অগাস্টে কোটা সংস্কারের দাবি থেকে শুরু করে বিগত সরকারের পদত্যাগের দাবিতে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ও অংশগ্রহণ করেছে— তাদের বড় একটি অংশ ২০১৮ সালের জুলাই-অগাস্টে নিরাপদ সড়কের আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগ-যুবলীগের হেলমেট বাহিনী এবং পুলিশ ও প্রশাসনের হামলা-মামলার শিকার হয়েছিল।


অতীত অভিজ্ঞতার কারণে ২০২৪-এ সরকারের দমন-পীড়নে পিছু না হটে কোটা সংস্কার আন্দোলন সরকারের পদত্যাগের এক দফার দাবিতে উপনীত হয়। রক্তক্ষয়ী ছাত্র-জনতার আন্দোলন ও অভুত্থানে শেখ হাসিনার সরকারের পলায়নের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়কালে এবারের প্রতিপাদ্য তাৎপর্যময় ও প্রাসঙ্গিক। এই প্রতিপাদ্যে ২০২৪-এর পহেলা জুলাই হতে ৫ অগাস্ট পর্যন্ত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্র-জনতার চূড়ান্ত বিজয়কেও ধারণ করা হয়েছে। বিশেষ করে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম ১০ দিন সড়কে যান ব্যবস্থাপনায় ছাত্র-জনতার ভূমিকাও গুরুত্ব পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us