সব কোচেরই নিজস্ব পছন্দ থাকে। ম্যাচে কাকে খেলাবেন, সেটি একান্তই তাঁর সিদ্ধান্ত। পিটার বাটলারও নিজের পছন্দমতোই দল ও একাদশ গড়েন। কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দলের এই ব্রিটিশ কোচের পছন্দের তালিকায় নেই সিনিয়ররা। এত দিন কথাটা দলের বাইরে থেকে অনেকে বলতেন। এবার দলের ভেতর থেকেই মিডফিল্ডার মনিকা চাকমা এমন বিস্ফোরক মন্তব্য করেছেন।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ২৫ হাজার নেপালি রুপি পেয়েছেন খাগড়াছড়ির মেয়ে মনিকা। আজ টিম হোটেলে বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে পাকিস্তান-ম্যাচের ব্যর্থতা নিয়ে নানা কথা বলেছেন তিনি। পরে প্রথম আলোর সঙ্গে আলাদাভাবে কথা বলতে গিয়ে হতাশা প্রকাশ করেছেন, কোচ কয়েকজন সিনিয়রকে না খেলানোয়।