ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথা ঢেকে দেওয়া হয়েছিল কালো হিজাব দিয়ে। গতকাল রোববার রাতে এমনটি দেখা যায়। পরবর্তী সময় কয়েকজন সেই কাপড় নামিয়ে ফেলেন।
তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। এমনকি কখন এই কালো কাপড় হিজাবের মতো করে মোড়ানো হলো, সে বিষয়েও কেউ সুস্পষ্ট কিছু বলতে পারেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী গতকাল দিবাগত রাত ১২টার দিকে আরও কয়েকজনসহ কাপড় নামিয়ে ফেলেন। লিটন নন্দী আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘আশপাশের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনা বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের যেন শনাক্ত করা হয়।’