ভারত বধই নিউজিল্যান্ডের রূপকথার বিশ্বকাপ জয়ের ‘টনিক’

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ১২:৪২

একবার না পারিলে দেখ শতবার—বহুল প্রচলিত প্রবাদের সার্থকতা এবার দেখিয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। দুবাইয়ে গত রাতে প্রথমবারের মতো এই সংস্করণে শিরোপা জিতল হোয়াইট ফার্নস।


দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-দুবাইয়ে গত রাতে দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের। প্রথম শিরোপা হোয়াইট ফার্নস জিতল হেসেখেলে (৩২ রানে)। ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৩ রান। দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার ব্যাটার ননকুলুলেকো ম্লাবা শট খেলতে গিয়ে সেটা মিস করেছেন।মুহূর্তেই উল্লাস শুরু নিউজিল্যান্ড দলে। অধিনায়ক সোফি ডিভাইন, অ্যামেলিয়া কার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে আবেগপ্রবণ হয়ে যান। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পেসার লি তাহুহু বলেন, ‘সত্যিকার অর্থেই ব্যাপারটা পরাবাস্তব। দল নিয়ে অনেক অনেক গর্বিত। অবিশ্বাস্য মনে হচ্ছে। এই জয়টা বিশেষ কিছু।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us