চলতি বছর বন্যায় বাংলাদেশে ১১ লাখ মে.টন ধান নষ্ট

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ১১:০৯

চলতি বছরের আগস্ট ও অক্টোবর মাসে ভারী বৃষ্টিপাত ও ভারতে থেকে নেমে আসা ঢলের পানিতে ভয়াবহ দুটি বন্যার মুখোমুখি হয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলো। ভয়াবহ এই বন্যায় অন্তত ৭৫ জনের প্রাণহানী হয় এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।


তবে এই দুই বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিপণ্যের। বিশেষ করে পূর্ব ও উত্তর অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এতে করে চলতি বছরের বন্যায় বাংলাদেশে আনুমানিক ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে।


বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


কৃষি মন্ত্রণালয় জানায়, বন্যায় কৃষিপণ্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের পূর্ব ও উত্তরের অঞ্চলগুলোতে। খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এ বছর বন্যার জেরে চালের উৎপাদন বিপুল পরিমাণে কমে গেছে। যার কারণে অন্তর্বর্তী সরকার শিগগিরই বিদেশ থেকে ৫ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে। এছাড়া শীঘ্রই বেসরকারি খাতে চালের আমদানির অনুমতি দেওয়া হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us