শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সিসি ব্লকে ধস, আতঙ্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯

বৈরী পরিবেশে উত্তাল সাগর। পূর্ণিমার জোয়ারে ঢেউয়ের উচ্চতাও বেড়েছে। জোয়ারের ধাক্কায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের বেড়িবাঁধের অন্তত ১৫টি স্থানে সিসি ব্লক ধসে পড়েছে।


বেড়িবাঁধ উপচে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রায় ৪০ হাজার মানুষের মধ্যে।


স্থানীয়দের ভয়, সিসি ব্লকের নিচে মাটির বাঁধ। জোয়ারের ধাক্কায় মাটির বাঁধ ভেঙে গেলে পুরো শাহ পরীর দ্বীপ ঝুঁকিতে পড়বে।


পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০২২ সালের জুন মাসে প্রায় ১৫১ কোটি টাকা খরচ করে শাহ পরীর দ্বীপের পশ্চিম ও দক্ষিণ পাশে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধটি নির্মাণ করা হয়।


পাউবো বলছে, পূর্ণিমার জোয়ার ও বর্ষা মৌসুমে পানির ধাক্কার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবার নতুন করে সিসি ব্লক স্থাপন করার জন্য বিশেষ বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্য ঠিকাদারি প্রতিষ্ঠান সিসি ব্লক নির্মাণ ও বাঁধের ব্লকগুলো প্রতিস্থাপন করার কাজ শুরু করবে।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us